Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তারকার্যালয়, গফরগাঁও, ময়মনসিংহের সিটিজেন চার্টার তালিকাঃ-

 

০১। মূল কর্মসূচী (ইউসিসিএ)।

০২। মহিলা উন্নয়ন অনুবিভাগ (মউ)।

০৩। সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক)।

০৪। পল্লী প্রগতি প্রকল্প (পপ্রপ্র)।

০৫। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থান কর্মসূচী।

০৬। অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি-২)।

০৭। একটি বাড়ী একটি খামার প্রকল্প।

কার্যাবলীঃ

০১। সমিতি/দল গঠনঃ

(ক) কৃষক স.স.। (খ) মহিলা স.স। (গ) সদাবিক দল। (ঘ) সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি।

০২। সদস্য ভর্তি, শেয়ার ও সঞ্চয় আমানত আদায়/জমা।

০৩। কৃষি উন্নয়ন কার্যক্রম।

(ক) কৃষি ঋণ কর্মসূচী। (খ) আবর্তক ঋণ কর্মসূচী।

০৪। বিভিন্ন ষ্ট্রেডে প্রশিক্ষণ প্রদান।

০৫।দারিদ্র বিমোচন কার্যক্রম।

০৬। মহিলাদের উন্নয়ন/ক্ষমতায়ন কার্যক্রম।

০৭। অংশীদারিত্বমূলক ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন (ব্রীজ, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, সেচ নালা ইত্যাদি)।

০৮। গ্রামের হতদরিদ্রদেরকে একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় স্বাবলম্বী করা।

০৯। সেবামূলক কার্যক্রমঃ- পরিবার পরিকল্পনা গ্রহণ, স্বাস্থ্য সচেতনতা, পুষ্ঠিজ্ঞান বৃদ্ধি, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, বয়স্ক শিক্ষা ও বৃক্ষরোপন ইত্যাদি।

উদ্দেশ্যঃ

১। এলাকায় ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সংগঠন তৈরি।

২। উন্নয়ন কার্যক্রম ও উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান।

৩। ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন ও শেয়ার জমাদানের মাধ্যমে মূলধন সৃষ্টি।

৪। কৃষকদের ঋণ সহায়তা প্রদানঃ- ফসলী, সেচ যন্ত্র।

৫। অকৃষি খাতে ঋণ সহায়তা প্রদানঃ- গরু মোটাতাজাকরণ, হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ, ক্ষুদ্র ব্যবসা, কুঁটির শিল্প ইত্যাদি।

৬। দারিদ্র বিমোচনের লক্ষে অকৃষি খাতে উৎপাদনমুখী সকল কার্যক্রমকে ঋণ সহায়তার মাধ্যমে উৎসাহিত করে কর্মসংস্থান আয়বর্ধনমূলক কর্মকান্ড সৃষ্টি।

৭। মহিলাদের সংগঠিত করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সচেতনতা সৃষ্টি।

৮। মহিলাদের উন্নয়নের লক্ষে আয়বর্ধনমূলক কর্মকান্ড সৃষ্টি ও কর্মকান্ড ভিত্তিক ঋণ সহায়তা প্রদান।

সেবা প্রদানকারী কর্মকর্তা/কর্মচারীদের পদবীঃ-

      সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, অফিস সহকারী, হিসাব সহকারী, প্রধান পরিদর্শক, পরিদর্শক, মাঠ সংগঠক, মাঠকর্মী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।

থা সময়ে সেবা না পাওয়া গেলে যার সহায়তা চাইবেনঃ-

      উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, গফরগাঁও, ময়মনসিংহ।

      মোবাইলঃ 01991133101

চূড়ান্ত ভাবে নিস্পত্তি না হলে ও সময় মতো সহায়তা না পাওয়া গেলে যার কাছে অভিযোগ করবেঃ-

      উপ-পরিচালক, বাপউবো, ময়মনসিংহ।

      মোবাইলঃ ০৯১৬৭২০৩